Al-Fil • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ ﴾
“which smote them with stone-hard blows of chastisement pre-ordained,”
যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে [১]। [১] উপরে سجيل এর অর্থ করা হয়েছে, পোঁড়া মাটির কঙ্কর। [মুয়াসসার] কারও কারও মতে, ভেজা মাটি আগুনে পুড়ে শক্ত হয়ে যে কংকর তৈরি হয়, সে কংকরকে سجيل বলা হয়ে থাকে। [জালালাইন] আবার কেউ কেউ বলেন, এর অর্থ অতি শক্ত পাথরের কঙ্কর। [আদ্ওয়াউল বায়ান]