An-Naazi'aat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ ﴾
“[But,] then, that [Last Hour] will be [upon them of a sudden, as if it were] but a single accusing cry -”
এ তো শুধু এক বিকট আওয়াজ [১] , [১] অর্থাৎ আল্লাহ্র জন্য এটা কোন কঠিন কাজ নয়। এ কাজটি করতে তাঁকে কোন বড় রকমের প্রস্তুতি নিতে হবে না। এর জন্য শুধুমাত্র একটি ধমক বা আওয়াজই যথেষ্ট। এরপরই তোমরা সমতল ময়দানে আবির্ভূত হবে। [ইবন কাসীর]