An-Naazi'aat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴾
“and then, lo, they will be fully awakened [to the truth]!”
তখনই ময়দানে [১] তাদের আবির্ভাব হবে। [১] আয়াতে বর্ণিত ساهرة শব্দের অর্থ সমতল ময়দান। কেয়ামতে পূনরায় যে ভূপৃষ্ঠ সৃষ্টি করা হবে, তা সমতল হবে। একেই আয়াতে ساهرة বলে ব্যক্ত করা হয়েছে। এর অর্থ জমিনের উপরিভাগও হতে পারে। [ইবন কাসীর]