WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 15 من سورة سُورَةُ النَّازِعَاتِ

An-Naazi'aat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA

﴿ هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴾

“HAS THE STORY of Moses ever come within thy ken.”

📝 التفسير:

আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি [১] ? [১] কাফেরদের অবিশ্বাস, হটকারিতা ও শক্রতার ফলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মর্মপীড়া অনুভব করতেন, তা দূর করার উদ্দেশ্যে মূসা আলাইহিস্ সালাম ও ফির‘আউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, শত্রুরা কেবল আপনাকেই কষ্ট দেয়নি, পূর্ববর্তী সকল রাসূলকেও কষ্ট দিয়েছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। সুতরাং আপনিও সবর করুন। [দেখুন, কুরতুবী]