An-Naazi'aat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا ﴾
“and float [through space] with floating serene,”
আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের [১] , [১] এটা তাদের তৃতীয় বিশেষণ। سابحات এর আভিধানিক অর্থ সাঁতার কাটা। এই সাঁতারু বিশেষণটিও মৃত্যুর ফেরেশতাগণের সাথে সর্ম্পকযুক্ত। মানুষের রূহ কবজ করার পর তারা দ্রুতগতিতে আকাশের দিকে নিয়ে যায়। [কুরতুবী]