An-Naazi'aat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ ﴾
“On that Day will [men's] hearts be throbbing,”
অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে [১] , [১] “কতক হৃদয়” বলতে কাফের ও নাফরমানদের বোঝানো হয়েছে। কিয়ামতের দিন তারা ভীত ও আতঙ্কিত হবে। [মুয়াস্সার] সৎ মু‘মিন বান্দাদের ওপর এ ভীতি প্রভাব বিস্তার করবে না। অন্যত্র তাদের সম্পর্কে বলা হয়েছেঃ “সেই চরম ভীতি ও আতংকের দিনে তারা একটুও পেরেশান হবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদেরকে অভ্যর্থনা জানাবে। তারা বলতে থাকবে, তোমাদের সাথে এ দিনটিরই ওয়াদা করা হয়েছিল।” [সূরা আল-আম্বিয়া:১০৩]