Ash-Shams • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَلَا يَخَافُ عُقْبَٰهَا ﴾
“for none [of them] had any fear of what might befall them.”
আর তিনি এর পরিণামকে ভয় করেন না [১]। [১] অর্থাৎ তাদের প্রতি যে আযাব নাযিল করেছেন, আল্লাহ্ তা‘আলা এর কোন পরিণামের ভয় করেন না। কেননা, তিনি সবার উপর কর্তৃত্বশালী, সর্ব-নিয়ন্ত্রণকারী ও একচ্ছত্র অধিপতি। তাঁর আধিপত্য, কর্তৃত্ব ও ক্ষমতার বাইরে কোন কিছুই হতে পারে না। তাঁর হুকুম-নির্দেশ তাঁর সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞারই নিদর্শন। [সা‘দী]