Ash-Shams • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ﴾
“and the moon as it reflects the sun!”
শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় [১] , [১] অর্থাৎ শপথ চন্দ্রের যখন তা সূর্যের অনুসরণ করে, সূর্যের পর আসে। এর অর্থ এই হতে পারে যে, যখন চন্দ্র সূর্যাস্তের পরপরেই উদিত হয়। মাসের মধ্যভাগে এরূপ হয়। তখন চন্দ্র প্রায় পরিপূর্ণ অবস্থায় থাকে। [কুরতুবী]