Ash-Shams • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا ﴾
“and the earth and all its expanse!”
শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর [১] , [১] এর এক অর্থ শপথ পৃথিবীর এবং যিনি তাকে বিস্তৃত করেছেন। অপর অর্থ হচ্ছে, শপথ পৃথিবীর এবং একে বিস্তৃত করার। [তাবারী]