Al-Aadiyaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴾
“thereby raising clouds of dust,”
যারা সে সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে। [১] [১] أثَار শব্দের অর্থ হল উৎক্ষিপ্ত করা, উড়ানো। আর نَقع শব্দের অর্থ হল ধূলো-বালি। অর্থাৎ, যখন দ্রুতগতিতে ছুটে যায় অথবা হামলা করে, তখন সে স্থান ধূলো-বালিতে ছেয়ে যায়।