WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 5 من سورة سُورَةُ العَادِيَاتِ

Al-Aadiyaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴾

“thereby storming [blindly] into any host!”

📝 التفسير:

অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। [১] [১] فَوَسَطنَ শব্দের অর্থ হল মধ্যস্থলে ঢুকে পড়া। جَمعًا শব্দের অর্থ হল শত্রুসেনা। অর্থাৎ, সে সময় বা সেই অবস্থায় যখন আকাশ ধূলো-বালিতে ছেয়ে যায়, তখন এই অশ্বদল শত্রুসেনার মাঝে ঢুকে পড়ে আর ভীষণভাবে যুদ্ধ লড়ে।