Al-Qaari'a • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ﴾
“And what could make thee conceive what that [abyss] will be?”
কিসে তোমাকে জানাল, তা কি? [১] [১] এখানে জাহান্নামের ভয়াবহতা এবং আযাবের কঠিনতাকে বোঝানোর জন্য প্রশ্নবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। তা মানুষের কল্পনা ও ধারণার বাইরে। মানুষের জ্ঞান-বিজ্ঞান তা আয়ত্ত করতে এবং তার প্রকৃতত্বকে জানতে অক্ষম।