WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 2 من سورة سُورَةُ العَصۡرِ

Al-Asr • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ ﴾

“Verily, man is bound to lose himself”

📝 التفسير:

মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। [১] [১] এটি হল কসমের জওয়াব। মানুষের ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট। যেহেতু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ তার দিনরাত মেহনত ও পরিশ্রমের সাথে অতিবাহিত হয়। অতঃপর সে যখন মৃত্যু বরণ করে তখনও তার আরাম ও শান্তি নসীব হয় না। বরং সে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়।