Hud • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٍۢ مَّعْدُودٍۢ ﴾
“and which We shall not delay beyond a term set [by Us].”
আর আমি ওটা নির্দিষ্ট একটি কালের জন্যই বিলম্বিত করছি। [১] [১] অর্থাৎ, কিয়ামত সংঘটিত হওয়াতে দেরী হওয়ার একমাত্র কারণ হল যে, আল্লাহ তাআলা তার জন্য একটি সময় নির্ধারিত করে রেখেছেন। অতঃপর যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, তখন এক মুহূর্তের জন্যও বিলম্ব করা হবে না।