Al-Falaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ مِن شَرِّ مَا خَلَقَ ﴾
“"from the evil of aught that He has created,”
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট হতে। [১] [১] এটি একটি ব্যাপকার্থবোধক বাক্য। এতে শয়তান ও তার বংশধর, জাহান্নাম এবং ঐ সমস্ত জিনিস হতে আশ্রয় চাওয়া হয়েছে, যার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে।