WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 3 من سورة سُورَةُ مَرۡيَمَ

Maryam • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ إِذْ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيًّۭا ﴾

“When he called out to his Sustainer in the secrecy of his heart,”

📝 التفسير:

যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল গোপনে। [১] [১] গোপনে আহবান বা দু'আ এই জন্যই করেছিলেন যে, প্রথমতঃ এইভাবে দু'আ আল্লাহর নিকট বেশী পছন্দনীয়। কারণ এর মধ্যে কাকুতি-মিনতি বেশী প্রকাশ পায়। দ্বিতীয়তঃ লোকে যাতে তাকে বোকা না ভাবে যে, এই বৃদ্ধ বয়সে সন্তান চাচ্ছে; যখন সন্তান হওয়ার সকল প্রকার বাহ্যিক সম্ভাবনা শেষ হয়ে গেছে।