Taa-Haa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَنَذْكُرَكَ كَثِيرًا ﴾
“and remember Thee without cease!”
এবং তোমাকে স্মরণ করতে পারি অধিক।[১] [১] এখানে উক্ত দু'আ করার কারণ বলা হয়েছে। যাতে এইভাবে তোমার পয়গাম পৌঁছে দেওয়ার সাথে সাথে বেশী বেশী তোমার তসবীহ-যিকরও করতে পারি।