WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 138 من سورة سُورَةُ الشُّعَرَاءِ

Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ ﴾

“and we are not going to be chastised [for adhering to it]!””

📝 التفسير:

আর আমাদেরকে শাস্তি দেওয়া হবে না!’ [১] [১] যখন তারা এ কথা প্রকাশ করল যে, আমরা বাপ-দাদার ধর্ম ছাড়ব না; যার মধ্যে পরকালের অস্বীকৃতিও শামিল। সেই জন্য তারা আযাবে গ্রেফতার হওয়ার কথাও অস্বীকার করল। কারণ, আল্লাহর আযাবের ভয় তাদের থাকে, যারা আল্লাহকে মান্য করে ও পরকালের জীবনকে স্বীকার ও বিশ্বাস করে।