Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ ﴾
“all but an old woman, who was among those that stayed behind;”
এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। [১] [১] এ বৃদ্ধা বলতে লূত (আঃ)-এর বৃদ্ধা স্ত্রীকে বুঝানো হয়েছে; যে মুসলিম ছিল না। তাকেও তাঁর জাতির সঙ্গে ধ্বংস করা হয়েছিল।