Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ ﴾
“Do they, then, [really] wish that Our chastisement be hastened on?”
ওরা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? [১] [১] এখানে ঐসব দাবীর প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা তারা তাদের নবীর নিকট করেছিল যে, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আযাব নিয়ে এসো।