Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ ﴾
“and then We caused the others to drown.”
তারপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। [১] [১] মূসা (আঃ) ও তাঁর উপর ঈমান আনয়নকারীদেরকে আমি পরিত্রাণ দিলাম এবং ফিরআউন ও তার সৈন্যরা যখন ঐ রাস্তা পার হতে লাগল, তখন আমি সমুদ্রকে আগের মত স্বাভাবিক হতে আদেশ করলাম। যার ফলে ফিরআউন তার সৈন্যসহ ডুবে মরল।