Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ ﴾
““And forgive my father - for, verily, he is among those who have gone astray –”
আর আমার পিতাকে ক্ষমা কর, সে তো একজন পথভ্রষ্ট। [১] [১] এই দু'আ ঐ সময়কার যখন তাঁর নিকট স্পষ্ট ছিল না যে, মুশরিক (আল্লাহর শত্রু)-দের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়। অতঃপর যখন মহান আল্লাহ একথা পরিষ্কার করে দিলেন, তখন তিনি নিজ পিতা হতে সম্পূর্ণরূপে পৃথক হয়ে গেলেন। (সূরা তাওবাহ ৯:১১৪ আয়াত)