Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ ﴾
“yet they who have seduced us [into believing in you] are the truly guilty ones!”
আমাদেরকে দুষ্কৃতকারীরাই বিভ্রান্ত করেছিল। [১] [১] সেখানে গিয়ে অনুভব করবে যে, অন্য অপরাধীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। পৃথিবীতে তাদেরকে সতর্ক করা হত যে, অমুক অমুক কাজ ভ্রষ্টতা, বিদআত বা শিরক। কিন্তু তখন তারা মানত না এবং চিন্তা-ভাবনাও করত না, যাতে তাদের সামনে সত্য ও অসত্য প্রকাশ পায়।