As-Saaffaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ ﴾
“Say: “Yea, indeed - and most abject will you then be!” –”
বল, ‘হ্যাঁ। আর তোমরা হবে লাঞ্ছিত।’ [১] [১] যেমন অন্য স্থানেও বলেছেন, {وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ} অর্থাৎ, সকলেই তাঁর নিকট লাঞ্ছিত অবস্থায় আসবে। (সূরা নামল ২৭:৮৭ আয়াত) {إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} অর্থাৎ, নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে।" (সূরা মু'মিন ৪০:৬০ আয়াত)