WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 67 من سورة سُورَةُ صٓ

Saad • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ قُلْ هُوَ نَبَؤٌا۟ عَظِيمٌ ﴾

“Say: “This is a message tremendous:”

📝 التفسير:

বল, ‘এ এক মহাসংবাদ। [১] [১] অর্থাৎ, আমি তোমাদেরকে আখেরাতের যে শাস্তি থেকে সতর্ক ও ভীতি প্রদর্শন করছি এবং যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, তা একটি মহাসংবাদ। তার ব্যাপারে উদাসীন ও বিমুখ হয়ে থেকো না। বরং তার প্রতি মনোযোগ দেওয়া এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করার প্রয়োজন আছে।