Adh-Dhaariyat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ ﴾
“CONSIDER the firmament full of starry paths!”
শপথ বহু পথ বিশিষ্ট আকাশের, [১] [১] অর্থাৎ, বহু কক্ষপথ বিশিষ্ট। এর দ্বিতীয় অনুবাদঃ শপথ সুসজ্জিত ও আলোক-উজ্জ্বল আকাশের! চন্দ্র-সূর্য ও গ্রহ-নক্ষত্র, প্রদীপ্ত তারকারাজি এবং তার উচ্চতা ও বিশালতা ইত্যাদি আকাশের উজ্জ্বলতা এবং তার শোভা ও সৌন্দর্য বর্ধনের উপকরণ।