WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 3 من سورة سُورَةُ الوَاقِعَةِ

Al-Waaqia • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ خَافِضَةٌۭ رَّافِعَةٌ ﴾

“abasing [some], exalting [others]!”

📝 التفسير:

এটা কাউকেও করবে অবনত, কাউকেও করবে সমুন্নত। [১] [১] অবনত ও সমুন্নত করা বলতে লাঞ্ছিত ও সম্মানিত করা বুঝানো হয়েছে। অর্থাৎ, কিয়ামত আল্লাহর অনুগত বান্দাদেরকে সমুন্নত ও সম্মানিত এবং তাঁর অবাধ্যজনদেরকে অবনত ও লাঞ্ছিত করবে; যদিও দুনিয়াতে ব্যাপার এর বিপরীত হয়। ঈমানদাররা সেখানে সম্মানিত ও মর্যাদাবান হবেন এবং কাফের ও অবাধ্যজনরা সেখানে লাঞ্ছিত ও অপদস্থ হবে।