Al-Waaqia • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَفُرُشٍۢ مَّرْفُوعَةٍ ﴾
“And [with them will be their] spouses, raised high:”
আর সমুচ্চ শয্যাসমূহ। [১] [১] কেউ কেউ فُرُشٍ থেকে অর্থ নিয়েছেন স্ত্রীগণ। আর مَرفوعة এর নিয়েছেন উচ্চ মর্যাদাসম্পন্না। যেহেতু পরবর্তীতে তাদের কথাই আলোচনা হয়েছে।