Al-Waaqia • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لَّا بَارِدٍۢ وَلَا كَرِيمٍ ﴾
“[shadows] neither cooling nor soothing.”
যা শীতলও নয়, আরামদায়কও নয়। [১] [১] অর্থাৎ, ছায়া শীতল হয়, কিন্তু তারা যেটাকে ছায়া মনে করবে, সেটা তো প্রকৃতপক্ষে ছায়াই হবে না যে, তা শীতল হবে। বরং তা হবে জাহান্নামের ধোঁয়া। وَلاَ كَرِيْمٍ যাতে কোন সুন্দর দৃশ্য বা কল্যাণ নেই কিংবা যাতে কোন মিষ্টতা নেই।