Al-Waaqia • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ﴾
“and perhaps, too, our forebears of old?””
এবং আমাদের পূর্ব-পুরুষগণও?’ [১] [১] এ থেকে জানা গেল যে, পরকালকে অস্বীকার করাই হল কুফরী, শিরক এবং পাপাচারে নিমজ্জিত থাকার প্রধান কারণ। আর এটাই কারণ যে, যখন আখেরাতের খেয়াল তার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের মনে ম্লান হয়ে যায়, তখন তাদের মধ্যে অন্যায়-অশ্লীলতা ব্যাপক হয়ে যায়। যেমন, বর্তমানের বহু মুসলিমদের অবস্থা।