Al-Qalam • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ ﴾
“so that by the morrow it became barren and bleak.”
ফলে তা ফসল-কাটা ক্ষেতের মত হয়ে গেল। [১] [১] অর্থাৎ, যেভাবে ফসলাদি কেটে নেওয়ার পর ক্ষেত শুকিয়ে যায়, ঠিক এইভাবে পুরো বাগানটাই ধ্বংস হয়ে গেল। কেউ কেউ এর অর্থ করেছেন যে, বাগানটি পুড়ে কালো রাতের মত হয়ে গেল।