WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 7 من سورة سُورَةُ المَعَارِجِ

Al-Ma'aarij • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ وَنَرَىٰهُ قَرِيبًۭا ﴾

“but, We see it as near!”

📝 التفسير:

কিন্তু আমি এটাকে আসন্ন দেখছি।[১] [১] 'সুদূর' অর্থ, অসম্ভব। আর 'আসন্ন' বা 'নিকট' অর্থ, সুনিশ্চিত। অর্থাৎ, কাফেররা কিয়ামতকে অসম্ভব মনে করে থাকে। আর মুসলিমদের বিশ্বাস হল যে, তা অবশ্যই ঘটবে। যেহেতু, كُلُّ مَا هُوَ آتٍ فَهُوَ قَرِيْبٌ অর্থাৎ, প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটেই।