WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 35 من سورة سُورَةُ المُدَّثِّرِ

Al-Muddaththir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ ﴾

“Verily, that [hell-fire) is Indeed one of the great [forewarnings] –”

📝 التفسير:

এই (জাহান্নাম) বিশাল (ভয়াবহ বস্তু)সমূহের একটি। [১] [১] এটা কসমের জওয়াব। كُبَرٌ হল كُبْرَى এর বহুবচন। তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের বিশালতা ও তার ভয়াবহতার কথা বর্ণনা করছেন। যার পরে তার বিশালতা ও ভয়াবহতার ব্যাপারে আর কোন সন্দেহ অবশিষ্ট থাকে না।