Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَخَسَفَ ٱلْقَمَرُ ﴾
“and the moon is darkened,”
এবং চন্দ্র জ্যোতিবিহীন হয়ে পড়বে। [১] [১] যখন চাঁদে গ্রহণ লাগে, তখনও সে (চাঁদ) জ্যোতিবিহীন হয়ে যায়। কিন্তু যে চাঁদ কিয়ামতের নিদর্শন স্বরূপ জ্যোতিবিহীন হবে তাতে পুনরায় আর জ্যোতি ফিরে আসবে না।