Al-Mursalaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لِيَوْمِ ٱلْفَصْلِ ﴾
“For the Day of Distinction [between the true and the false]!”
ফায়সালা দিবসের জন্য। [১] [১] অর্থাৎ, যেদিন লোকদের মাঝে ফায়সালা করা হবে। সেদিন কেউ যাবে জান্নাতে, আর কেউ যাবে জাহান্নামে।