An-Naba • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا ﴾
“No empty talk will they hear in that [paradise], nor any lie.”
সেখানে তারা শুনবে না কোন অসার ও মিথ্যা কথা। [১] [১] অর্থাৎ, কোন অসার, ফালতু বা অশ্লীল কথাবার্তা সেখানে হবে না। আর না এক অপরকে মিথ্যা বলবে।