At-Takwir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ ﴾
“[the word] of one to be heeded, and worthy of trust!”
যে সেখানে মান্যবর এবং বিশ্বাসভাজন। [১] [১] অর্থাৎ, ফিরিশতাবর্গের মাঝে তাঁর আনুগত্য করা হয়। তিনি হলেন ফিরিশতাবর্গের সর্দার ও মান্যবর। এ ছাড়া অহীর ব্যাপারেও তিনি আমানতদার।