At-Takwir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ ﴾
“and he is not one to begrudge others the knowledge [of whatever has been revealed to him] out of that which is beyond the reach of human Perception.”
সে অদৃশ্য (অহী) প্রচারে কৃপণ নয়। [১] [১] এখানে নবী (সাঃ)-এর ব্যাপারে স্পষ্ট করা হচ্ছে যে, তাঁর নিকট যে খবর আসে, যে বিধি-বিধান ও ফরয অবতীর্ণ হয়, তার মধ্যে কোন বিষয়কে তিনি গোপন রাখেন না; বরং রিসালতের দায়িত্ব অনুভব করে প্রতিটি কথা ও বিধান লোকদের কাছে পৌঁছে দেন।