At-Takwir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ﴾
“and when the mountains are made to vanish,”
পর্বতসমূহকে যখন চালিত করা হবে, [১] [১] অর্থাৎ, যমীনকে উপড়ে দেওয়ার পর হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে। আর সে ধূনিত তুলোর ন্যায় উড়তে থাকবে।