Al-Inshiqaaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴾
“obeying its Sustainer, as in truth it must -:”
এবং তার প্রতিপালকের আদেশে কর্ণপাত করবে।[১] আর এটিই তার কর্তব্য। [১] অর্থাৎ, তাকে বের করে এবং খালি করে দেওয়ার যে আদেশ করা হবে, তা সে শ্রবণ ও পালন করবে।