At-Taariq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ ﴾
“BEHOLD, this [divine writ] is indeed a word that between truth and falsehood,”
নিশ্চয় তা (কুরআন সত্য-মিথ্যার) পার্থক্যকারী বাণী।[১] [১] এটা হল কসমের জওয়াব। অর্থাৎ, বিস্তারিতভাবে খুলে বর্ণনাকারী। যাতে করে হক ও বাতিল উভয়ই স্পষ্ট ও প্রকট হয়ে ওঠে।