At-Taariq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ﴾
“Behold, they [who refuse to accept it] devise many a false argument [to disprove its truth];”
নিশ্চয় তারা ভীষণ চক্রান্ত করে। [১] [১] অর্থাৎ, নবী (সাঃ) যে সত্য দ্বীন নিয়ে এসেছেন তা ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করে অথবা নবী (সাঃ)-কে ধোকা এবং প্রতারণা দেয়। আর তাঁর মুখোমুখি এমন কথাবার্তা বলে, যা তাদের অন্তরের বিপরীত।