WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 26 من سورة سُورَةُ الغَاشِيَةِ

Al-Ghaashiya • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴾

“and verily, It is for Us to call them to account.”

📝 التفسير:

অতঃপর তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমারই উপর। [১] [১] প্রসিদ্ধি যে, এই সূরার জওয়াবে 'আল্লাহুম্মা হা-সিবনা হিসা-বাঁই য়্যাসীরা' দু'আ পড়া হয়। এই দু'আটি নবী (সাঃ) কর্তৃক পড়ার কথা প্রমাণ আছে, যা তিনি কোন কোন নামাযে পড়তেন। যেমন, সূরা ইনশিক্বাকে এটা পড়ার কথা উল্লেখ হয়েছে। কিন্তু এই সূরাটির (শেষ আয়াতের) জওয়াবে এই দু'আটি পড়ার কথা নবী (সাঃ) থেকে প্রমাণিত নয়।