Ash-Sharh • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ﴾
“and unto thy Sustainer turn with love.”
আর তোমার প্রতিপালকের প্রতিই মনোনিবেশ কর। [১] [১] অর্থাৎ, তাঁর কাছেই তুমি জান্নাতের আশা রাখ। তাঁর কাছেই তুমি নিজের প্রয়োজন ভিক্ষা কর এবং সর্ববিষয়ে তাঁরই উপর নির্ভর কর ও ভরসা রাখ।