WhatsApp Book A Free Trial
القائمة

🕋 تفسير الآية 12 من سورة سُورَةُ العَلَقِ

Al-Alaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ﴾

“or is concerned with God-consciousness?”

📝 التفسير:

অথবা তাকওয়া (আল্লাহভীতি)র নির্দেশ দেয়। [১] [১] অর্থাৎ, ইখলাস, তাওহীদ এবং নেক আমলের শিক্ষা দেয়; যাতে মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। তাহলে এই (নামায পড়া এবং তাকওয়া বা আল্লাহভীতির নির্দেশ দেওয়ার) কাজ কি এমন আচরণ যার বিরোধিতা করা হবে এবং তার জন্য হুমকি ও ধমকি দেওয়া হবে?